![]() |
| ~ পরিচিতি ~ |
আলোআঁধারি খেলা
আড়ে আড়েই থাকো, খোলাসা হয়ো না
আড়টুকুই জাদু -
চাতালে উঠুক ফুটে ম্যাজিক রিয়েলিটি।
রিয়েলিটি খোঁচায় ফেঁসে যায় জোনাকি আলো
স্বপ্নপতনে খায় হোঁচট পোড়ামাটি ।
রঙজাদু মুছে গেলে জীবন কতোটুকু !
পারো যদি কাটো সাঁতার
পাপ-পূণ্যের নিক্তি গেছে ছিঁড়ে
পরোয়া কীসের!
শতভাগ বিশুদ্ধ কেউ নই
শুদ্ধস্বরে শুদ্ধতা কতোটুকু থাকে ছোঁয়া ?
কীভাবে দেখছো তুমি সেটিই বড়
দেখাতেও হতে পারে ভ্রম -
পারো যদি কাটো সাঁতার
বিধেয় ছেড়ে উদ্দেশ্যের হাত ধরে।
ভূমিও জুড়োয়
অগ্নিতে কতোটুকু পোড়ে নদী!
ঘৃতাহুতি দিয়ে চলে বিচলিত মন।
গাভীর মনে বাৎসল্য -
বাছুর চেটেপুটে খায় ;
বাৎসল্য তফাতে রেখেই অন্য প্রেম।
বাঁকে বাঁকে গচ্ছিত দহন শিখা
খুঁজে ফিরে ঝাঁ লাঙ্গল ফলা
ভূমিও জুড়োয় একদিন।
মোহাম্মদ আনওয়ারুল কবীর
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন