মোহাম্মদ আনওয়ারুল কবীর

~ পরিচিতি ~ 






আলোআঁধারি খেলা


আড়ে আড়েই থাকো, খোলাসা হয়ো না
আড়টুকুই জাদু -
চাতালে উঠুক ফুটে ম্যাজিক রিয়েলিটি।

রিয়েলিটি খোঁচায় ফেঁসে যায় জোনাকি আলো
স্বপ্নপতনে খায় হোঁচট পোড়ামাটি ।

 রঙজাদু মুছে গেলে জীবন কতোটুকু !



পারো যদি কাটো সাঁতার 

পাপ-পূণ্যের নিক্তি গেছে ছিঁড়ে
পরোয়া কীসের!
শতভাগ বিশুদ্ধ কেউ নই
শুদ্ধস্বরে শুদ্ধতা কতোটুকু থাকে ছোঁয়া ?
কীভাবে দেখছো তুমি সেটিই বড়
দেখাতেও হতে পারে ভ্রম -
পারো যদি কাটো সাঁতার
বিধেয় ছেড়ে উদ্দেশ্যের হাত ধরে।


ভূমিও জুড়োয় 

অগ্নিতে কতোটুকু পোড়ে নদী!
ঘৃতাহুতি দিয়ে চলে বিচলিত মন।

গাভীর মনে বাৎসল্য -
বাছুর চেটেপুটে খায় ;
বাৎসল্য তফাতে রেখেই অন্য প্রেম।

বাঁকে বাঁকে গচ্ছিত দহন শিখা
খুঁজে ফিরে ঝাঁ লাঙ্গল ফলা
ভূমিও জুড়োয় একদিন।




মোহাম্মদ আনওয়ারুল কবীর মোহাম্মদ আনওয়ারুল কবীর Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.