'ফসিল আগুনের মুখে জ্বলে উঠে জোনাকি বিষ, শিহরিত খেকশিয়ালের জিভ উড়ায়ে যায় অলীক বিহ্বলতা।'
কবি ফারজানা জামানের কবিতার এ পঙক্তিটি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে কদিন ধরে। ফারজানা আমার বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠি, ঘনিষ্ঠতাও আছে। সাহিত্যে বাতিক ওর সেই ছাত্র জীবন থেকেই। তখন ওর আনকোরা কবিতা দেখতে হতো, পড়তে বেশ লাগতো। আজকাল ওর লেখা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথায় ঘুরপাক খাওয়া কবিতার লাইনটি প্ররোচিত করলো ওকে ফোন করতে-
- হ্যালো কবীর, কি মনে করে?
- ফসিল আগুনের মুখে ...
- কি বলছো?
-জ্বলে উঠে জোনাকি বিষ
- কবীর, তুমিও কি আজকাল কবিতা লিখতে শুরু করেছো?
- আরে না না, আমি আবার কবিতা লিখবো কোত্থেকে ? এটা তো তোমার কবিতারই লা্ইন, গত শুক্রবারে 'কালের খেয়া'-তে যেটি বেরিয়েছে।
- ও, তুমি এখনো তাহলে আজো আমার কবিতা পড়?
- পড়ি কিন্তু বুঝি না।
- হ্যা, এ বুঝতে না পারাটাই তো উত্তর আধুনিকতার চমক, হিঃ হিঃ হিঃ ..
- তা, কবি হিসেবে তুমি তো বুঝো ? এই যে লিখলে, 'ফসিল আগুনের মুখে জ্বলে উঠে জোনাকি বিষ, শিহরিত খেক শিয়ালের জিভ উড়ায়ে যায় অলীক বিহ্বলতা।' এটা কি ব্যাখ্যা করে বোঝাবে আমাকে?
- ধুস। আমি কি অতো ভেবেটেবে লিখি নাকি ! ব্যাখ্যা করবো কি করে? আর কবিতার কি কোন ব্যাখ্যা হয় ! বাদ দাও তো কবিতা। কবিকে পাঠ করতে চাইলে বিকেলে চলে এসো বাসায়। আমি একা আছিরে, পারভেজ ট্যুরে গেছে।
![]() |
| ~ পরিচিতি ~ |
মোহাম্মদ আনওয়ারুল কবীর
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন