ফারহানা খানম



ক্লাস শেষ হতেই দিলাম দৌড় ,  পেছন থেকে ওড়না টেনে ধরল মিতু চল একসাথে যাই ,বললাম সময় নেই চৈতালি চলে গেলে মুশকিল হবে বৃষ্টি আসছে । মিতু বলল চল বৈশাখীতে যাই একসাথে।  দৌরের ওপরে থেকেই বললাম নারে  রাস্তায় পানি  জমে গেলে রিক্সা পাবো না চৈতালি। পথ আগলে দাঁড়ালো শুভ্র বলল আজ রাতে আমরা কক্সবাজার যাবো তুই কিন্তু বাবাকে কিছু বলবি না ,বললাম জানতে চাইলে মিথ্যে ত বলবনা সত্যিই বলব । 

হায়! কপাল  যখন টি এস সি পৌঁছুলাম চৈতালি চলতে শুরু করেছে তখন তুমুল হাওয়া চারদিক অন্ধকার। দুজনেই আমরা বাস মিস করেছি অগত্যা রিক্সা ঠিক করলাম তিনগুণ ভাড়ায় দুজনের দুটি পথ দুই দিকে । আহ! কি মাতাল ধুলোঝড়ের কবলে পড়েছি । খুব অস্বস্তি লাগছে মাঝবয়সী রিকশাওয়ালা বার বার পিছনে তাকাচ্ছে চারদিক জনশূন্য প্রায় তুমুল বৃষ্টি ,মাঝপথে রিক্সাওয়ালা থামতে চাইলো ,; বললাম মামা তাড়াতাড়ি চলুন । চলতে শুরু করলো মামা ।

দেখছি মেঘের  দৌড়াত্বে মানুষ আর প্রকৃতির বেহাল অবস্থা ,মাঝে মাঝে গুনগুন করে উঠছিলাম  ''ঝর ঝর বাদল দিনে '' আবার সামনে তাকিয়ে চুপ করে গেলাম ।য খন বিজয় সরণি দিয়ে যাচ্ছি তখনই তীব্রতর হোল  হাওয়া।একটা বাজ পড়ার শব্দ শুনলাম মনে হল ধাক্কা দিয়ে রিকশাটা কেউ অনেকদূরে ঠেলে দিল ,মামা ছিটকে পরে যেতে গিয়েও নিজেকে সামলে নিল দুজনেই পিছনে তাকালাম একটা মোটা ডাল পড়ে আছে তার কিছু ডাল আর পাতা এসে পরেছে আমাদের রিক্সায় ,ভয়ে আনন্দে  আল্লাহকে স্মরণ করলাম। একটু থেমে আবার চলতে শুরু করলাম আমরা তখন বৃষ্টি কিছুটা হালকা আকাশ বেশ পরিশকার কিন্তু রাস্তায় হাঁটু পানি স্বস্তির নিঃশ্বাস নিলাম আর ভয়নেই । ভাবছিলাম  চাচিত দেখা হলেই জানতে চাইবে শুভ্র এলনা ? কি বলবো মিথ্যে কথাটাই বলতে হবে আজ ।

এমন সময় বিকট একটা শব্দ শুনতে পেলাম দেখলাম রাস্তার ওই পাড়ে অনেকলোক জড় হয়েছে একটা বাস সাঁই সাঁই করে চলে গেল ওদিক দিয়ে  রিকশাওয়ালা মামা বললেন একটা লোক বাস থেকে নামতে গিয়ে পিছলে পড়েছে  আর পিছন থেকে আর একটা বাস এসে তাকে ধাক্কা দিয়েছে ।

 কি যেন মনে হল আমি নেমে ওপারে গেলাম ,  দেখলাম একজন বুড়ো মানুষ পড়ে আছেন রক্তে মাখামাখি রাস্তায় মগজ পড়ে আছে থেতলে গেছে মাথা ,দৃশ্যটা সহ্য করতে না পেরে ফিরে যাচ্ছিলাম তখনই মনে হোল আমি চিনি হয়তো;  আবার ফিরে গেলাম হ্যাঁ  উনি শুভ্রর বাবা !



~ লেখক পরিচিতি ~ 
ফারহানা খানম ফারহানা খানম Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.