কালের লিখন

~ কবি পরিচিতি ~






অ থেকে ঔ 

অনন্ত মহিমা শুধু মানুষের,
আপনার দিকে তাকাও ফের,
ইচ্ছে হলেই রুপ জানতে পারো,
ঈশ্বর পাবে যদি মানুষ ধরো !

উদয় হচ্ছে রাতে ও দিনে,
ঊষা আর অন্ধ আঁধার মেনে,
ঋণ শুধাও যদি মানুষ গুনে।

এক নিরিক্ষ ধরে সামনে যাও,
ঐশর্য্য নিত্য পাবে, নিজেতে তাকাও,
ওজন পাবে নিশ্চিত জ্ঞানের দরে,
ঔষধ খাও দেহ নয়, মনের জ্বরে !



কালের লিখন কালের লিখন Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.