![]() |
| ~ কবি পরিচিতি ~ |
উপলব্ধি
প্রান্তবিন্দু থেকে জীবনের পথ চলা শুরু
রৈখিক সরল রেখায়।
জীবন এগিয়ে চলে
খুঁজে পায় মোড়।
প্রত্যেক মোড়ে নতুন প্রান্তবিন্দু
আবার নতুন রৈখিক পথ ।
জীবনে প্রান্তবিন্দুর ভিড়
পরস্পর বিধর্মী ।
কারো সাথে কারো মিল নেই ।
ব্যালেন্স হারিয়ে আবর্তিত হয়
বন্ধকী কক্ষপথে।
এভাবেই চলতে চলতে জীবন
একদিন কৃষ্ণগহ্বরের সম্মুখে।
সৈকত শী
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন