অভিজিৎ রায়

~ কবি পরিচিতি ~







একটু আলোর খোঁজে


অনন্ত আঁধারে হাতড়ে পথ চলি আমি,
একবিন্দু আলো দেখব বলে
হাজারটা সূরয এঁকেছিলাম-
একটাও জ্বলে ওঠেনি।
আমার শিরায় শিরায় কালো রক্তের স্রোত
খুঁজে নেয় আরো অন্ধকার।
আমার শরীর জুড়ে তাই কালো রাত্রির বাস।

আমার থেকে দূরে থেকো
এ আঁধার তোমার জন্য নয়।




অভিজিৎ রায় অভিজিৎ রায় Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.