অঙ্গীকার
ফিরে যাওয়ার রাস্তা নেই জেনেও
বার বার সেই রাস্তার খোঁজ ।
একজোড়া উলঙ্গ পা জেব্রা ক্রশিংয়ে
বেমালুম হারিয়ে যায় ইউটার্নের খোঁজে।
স্মৃতির খোলামকুচি বুক পকেটে রেখে
পায়ে পায়ে এগোতে এগোতে
মিছিল হয়ে যায়,
সময়ের তালে তালে
বৃদ্ধি পেতে থাকে
দৈর্ঘ্যে ও প্রস্থে সমানুপাতে।
বুক মোচড়ানো অক্ষরে
যে কোন ছন্দে লেখা হোক
প্রেম বিরহ কথকতা
সাদা কাগজে শুধু কালির আঁচড়,
কখনও কবিতা হয়ে ওঠে না।
যন্ত্রণার নাভিমূল বিছিন্ন করে
অঙ্গীকার ভেসে উঠে......
সূর্যোদয়ের আগেই
নিওন আলো সাক্ষী রেখে
পার হয়ে যাবে জেব্রা ক্রশিং
দুপাশে সোনালী খোলামকুচি
বিছাতে বিছাতে পা মিলবে
শব্দের মিছিলে,
নতুন সকালে বাস্তব জাগবে
আগামীর আহ্বানে।
অবচেতন বা চেতনে লেখা হবেই
একটা সম্পূর্ণ কবিতা।
সৌমেন্দ্র লাহিড়ী
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন