মৌমিতা চন্দ্র

~ কবি পরিচিতি ~ 







আলো আলো রং

"এখানেই রয়েছে সমস্ত রং
আর প্রকৃত আলোর বর্ণ সাদা.."
আমার চেতনার রন্ধ্রে 
কথাগুলির ইমারত গড়ে দিতে চেয়েছিলে তুমি,
দৃষ্টি থাক বা না থাক-
আমার খোলা চোখে ডুব দিত
সব রঙীন ইচ্ছে,
এই অনুভব টুকুই স্বান্তনা তোমার

জানো বাবা...
এই চুপচুপে ছায়া, আলো, উজ্জ্বলতা আমার ও আছে
শব্দ দিয়ে রং চিনে যাই এখন-
চারপাশের কিছু জগৎ
আলো তে সরষে ফুল ফুটিয়ে,
বুঝি আলোর রং হলুদ

বলি বা না বলি-
জানোই তো-
অতীত সময় শুধু ঢেউ কাটে
দু বিনুনী কিশোরীর সোনা রং বিকেল
পুকুর থেকে কুড়িয়ে আনে পরিযায়ী আলো,
সেও সাদা.. তোমার রং
উচ্ছলতা, ভালোবাসা, নির্ভরতার

চোখে এখন ডাকবাক্সের বেনামী চিঠি-
নৈবেদ্যের আলো, সাত রং রামধনু।

আজ বলছি (বাবা)..
আমিও দেখি- তোমার চোখে,
প্রকৃত আলোর রং শুধুই সাদা
সে রং পবিত্রতার..


মৌমিতা চন্দ্র মৌমিতা চন্দ্র Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.