![]() |
| ~ কবি পরিচিতি ~ |
মৃত্তিকা ও কিষাণ
মৃত্তিকা চিরকাল কিষাণের
কাছে নত শিরে প্রার্থনা করে
তার ঘর্মান্ত শ্রমের ঐরস ছড়িয়ে দিক
অনূর্বর বুকে,
একবার নয় বার নয় অগনিত বার কামনার
তৃষা
নবান্নের ছোঁয়ায় অনন্তকাল
জেগে থাক গর্ভ উদ্ব্যেলিত সুখে।।
লাঙ্গলের ফলা সঙ্গমের আচঁর বুক
চিরে চৌচির
তবু আগামীর স্বপ্নে বিভোর তরঙ্গ
খেলে যৌবণ,
এক একটি সবুজ পাতা এক
একটি পৃথিবীর হাসি
শ্যামল প্রার্থনায় নতুন সূর্য হাসে সদ্য
প্রস্ববা রমনীর মত।।
আপন খান
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন