কিনু গোয়ালার গলি
গলিটা তে যায় না আজকাল
পক্ষান্তরে যদিও ছুয়ে যায় নিকটবর্তী রাজপথ
গলিটা এড়িয়ে চলি
ধুসর ধোয়ায় আবছা গলি
কিছু অকিঞ্চন মুহূর্ত,
জঞ্জালের স্তুপের মতো জমে আছে রাস্তার ধারে
নিকাশ নেই ,
গলির পাশেই বয়ে চলা নযনজলি
যাকে আগে গঙ্গা মনে হত ,
প্লাস্টিক আটকে জলের রং কালো
ছায়ামানুষ ঘুরে বেড়ায় ইতি উতি
ঠাওর করলে বোঝা যায়
ওরা সব ফেলে আসা আমি
অতীতের প্রকোষ্ঠে বন্দী , ছটফট করছে
মুখোমুখি হলেই কাতর স্বরে প্রার্থনা করে "মুক্তি দাও"
মুক্তি ? মুদির দোকানে সস্তা বিকোয় নাকি ?
বুদ্ধ হউয়া সব মানুষের কাজ নয়
তাই সীমাবদ্ধ রাজপথে বর্তমান
রাত্রে আট ঘন্টা ঘুমের জন্য এড়িয়ে চলা জরুরি ...
জ্যোতির্ময় মল্লিক
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন