সরদার ফারুক

কবি পরিচিতি 
কবি ফারুক সরদারের কবিতার বই ''দীপালী অপেরা '' পড়ে আমি মুগ্ধ কবির প্রথম বই ''আনন্দ কোথায় তুমি '' বইটিও খুবই সুন্দর । 

দীপালী অপেরা সত্যি জীবনকে ধারন করে আছে শব্দে ,ছন্দে বর্নে । যে কবিতাই পড়ি সেখানেই মনের প্রতিফিলন দেখি এখানেই কবির কবিতা ধারণ করে আছে সার্বজনীনতা । কবিতাগুলো সহজ অথচ সতন্ত্র ।

কবিতাগুলো নিটোল  উপমা অলঙ্কারের ভারে নুজ্য নয় ,কোথাও বাড়তি মেদ নেই । তিনি শব্দকে সাজিয়েছেন মননের শৈলীতে আর কবিমনের অন্তর্নিহিত মাধুর্যে । আর কবিতা ধারন করে আছে চলমান জীবন কে ,তাই কবিতা হয়ে উঠেছে সত্যিকারের কবিতা । 

কবির প্রতিটি কবিতা আমাকে ভীষণ আকৃষ্ট করেছে ভাবিয়েছে ,মুগ্ধ করেছে  । কিছু কবিতার নাম না করলেই নয় যেমন'' পেশা''কবিতাটিতে উঠে এসেছে জীবনের অসঙ্গতি ,এমনি অনেক কবিতা । মুগ্ধ হই যখন পড়ি'' বিবাহের রীতি '' শালিক , মফস্বল , দীপালী অপেরা ...আসলে নাম বলে শেষ করতে আমি পারবো না । 

ভাব প্রকাশ ও শব্দ চয়নে কবির নিজস্ব একটি ধারা আছে কবি সচেতন ভাবেই সে ধারাটি বজায় রেখেছেন ।আর নিজস্বতা রক্ষা করে আছেন হাজার কবিতার মাঝেও আলাদা করে যায় সরদার ফারুকের  কবিতাকে । সহজ অথচ কি গভীর উপলব্ধি ও তার প্রকাশ কবির কবিতায় ।


~পরিচিতি
সরদার ফারুক সরদার ফারুক Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.