হরিশঙ্কর রায়

~ কবি পরিচিতি ~ 






অদৃশ্য ব্যথা~


একদিন কলেজের বারান্ধায় দাঁড়িয়ে তুই
চোখে চোখ রেখে বলেছিলি,
"ভুলে যাবি নাতো !"
সেদিন আমি কিচ্ছু বলতে  পারিনি রে ।
বুকের ভিতর অনেক কান্না চেপে রেখে শুধু দেখেছি ।
তোর অসহায় মুখখানি আমাকে ভালোবাসতে শিখিয়েছিল ।
তারপর প্রতিরাতের কান্নাগুলো
আমি বুঝতে বুঝতেই তুই  বাবুই পাখির মতন উড়াল দিলি ।
তারপর থেকে অপেক্ষা আর অপেক্ষা ।
এখনো কিচ্ছু হ'ল না রে...
জানিস, এখনও কাউকে  কথা বলতে পারি না ।
ঠিক আগের মতই আছি ।
তবে এখন আর বিকালে হাঁটতে বেরোই না,
পার্কে বেশীক্ষণ বসতে পারি না ।
ভালো লাগে না রে ।
আচ্ছা, তুই কি এখনও বুঝতে পারিস, "রাতের কান্নাগুলো ।"
বুঝলে যেখানে থাকিস ভালো থাকিস ।




হরিশঙ্কর রায় হরিশঙ্কর রায় Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.