রত্নদীপা দে ঘোষ

~  কবি পরিচিতি ~ 






ভূমি ও সীমানা 

এক 

আমাকে টানো তুমি যেভাবে 
দখিনের জানলা লতিয়ে আকাশ
নক্ষত্রের চৌকো উড়ান
ডানার সুবর্ণ রেখাটি হচ্ছে বড়ো 
ক্রমশ তুমিটি 

তোমার নামে যত আমিস্রোত 
কথাকলি আঁতি পাঁতি খুঁজে নিই 
আলো নামে মরণরঙ্কিণীর থানে 

তোমার কথা ভাবতে ভাবতে 
আশ্বিনের শতাংশ 
রূপবান পৃথিবীর ধূপধোঁয়া নির্জন
বৃক্ষের দিকে মুখ সমস্ত স্বরবর্ণ 
ব্যাঞ্জনের ব্যাখ্যা দিতে গিয়ে 
তোমাকেই লিখি সমাসে 

আগুনের আগুনে হই রাকা 
বৃষ্টিবৃক্ষ জানে কতখানি চর 
এই বুঝি নদীটি ছিড়ে যায় 
অসমাপ্ত জলের নৌকো 
এই বুঝি বিস্মৃতির বল্কলে 

দুই 

এতো যে অসুখ 
বসন্তের পারাপার 
পীড়িত খরাগায়ে 
শুধু তোমাকেই ছুঁই 

কেউ বলে  ধোঁয়াশার বুলবুল 
কেউ বলে  চোখের ধাঁধা 
এখানে কুণ্ডলী পাকানো চাঁদ 
এখানে  সেচ করো গান
শুচি হোক লালনের ক্ষেত 

আমি বলি 
এইখানে পাখিতীর পালকের ইমন 
এইখানে দাদরার গোলক বিনিময় 
এইখানেই দর্পণের রাধা 
রাধার দর্প

গ্রহ থেকে গ্রহান্তর 
এখানে  চুপি-চুপি বিপ্লব 
তুমি-তুমি ঘটে যায় ...




রত্নদীপা দে ঘোষ রত্নদীপা দে ঘোষ Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.