![]() |
| ~ কবি পরিচিতি ~ |
যে পথটা একা
আমারই সে পথ, যে পথটা একা
হেঁটে যায়, রুখুসুখু, বেত লতা নুয়ে থাকে
খাদের আস্তর হয়ে, বিঁধে যাবে, বেখেয়াল--
নদীটার বুকে জল নেই, মানুষই চুমুক
দিয়ে পান করে গেছে, আরো কেউ
ছুঁতে পারে? এই ভেবে বসিয়েছে কৃত্রিম বাঁধ!
পথটা আমার ছিলো--
থেকে যাবে, নিঃশ্বাস ঘুমালে কবরে...
কেবল দুটি বাক্য
আঙুলের ভাঁজে ক্রিসমাস গাছের ডাল,
মেয়েটা পুকুরের ঢালে, "দেখা হবে...
হবে না..." কেবল দুটো বাক্য--
ছেঁড়া পাতারা ভাসছিলো হাওয়ালাগা জলে,
তারপর সেগুলো জোড়া দিয়ে দিয়ে
একটা ভেলা হয়ে গেলো!
কালঝড় আসছে আর পথকে চোখ রাঙিয়ে
ছুটছে পিগম্যালিয়ন--
গ্যালাটিয়া...
গ্যালাটিয়া...
কয়েকটি
*০১
যতবার ঋণমুক্ত হই, শুঁড়িখানা
চলে আসে ঘুমের চাদরে
*০২
আমি নির্মল অভিশাপ, রোহিনীর
শ্রাপ থেকে জন্ম নেয়া
মাঙ্গলিক পাপ, আমাকে ছুঁয়ো না
*০৩
কবে কোন ফুল যেন ফসিল হয়েছে?
সভাকবি বলেছিলো,
লিখেছিলো অমর পাঁচালি
*০৪
ঘুমঘোরে কতকিছু আসে!
চোখ মেলে তাকালেই ভাড়া ঘর, ছাদ...
সাঈদা মিমি
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন