ইফতেখারুল হক

পরিচিতি






ঘুম ভাঙা পুনরায় ঘুম


পড়ে থাকে ঘাস ফুল নদী তীর
দমকা বাতাসে চামেলি গন্ধ উড়ে
দেখি জীবনের ছায়া ভেসে ভেসে যায় জলপথে
ভোরের জন্ম, সন্ধ্যার পথে পৃথিবীর মৃত্যু ।
আমি শিশির গায়ে মেখে সেই যে ঘুম;
ওঠে দেখি-
রাত নিয়ে পৃথিবীর জন্ম একটি নতুন সময়ে ।

আলো আঁধারির অমিলনে বয়স বাড়ে
শব্দ, কোলাহল নামে বৈধ অবৈধ পথে
মৃতের মুখ খোলা থাকে হাসপাতালের করিডোরে
ম্যানহোলে পড়ে থাকা লাশের গন্ধ পিছু পিছু হাঁটে !
ভোরের সময়কে সাক্ষী রেখে
পিতৃ পরিচয়হীন শিশুর আগমন ঘটে ।

রাত যত গভীর হয়-
আমাদের আসল পরিচয় নষ্ট হয়ে যায় ।
আমার চোখের পাতা ভারি হয়ে আসে
আমি ছুটে যাই ঘাস ফুল নদী তীরে
গায়ে মাখি চামেলি গন্ধ
দেখি জলপথে জীবনের ছায়া
দেখি ভোরের জন্ম
পুনরায় শিশির গায়ে মেখে সেই যে ঘুম !



ইফতেখারুল হক ইফতেখারুল হক Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.