শর্মিষ্ঠা ঘোষ

~ কবি পরিচিতি ~ 





চেনা ডাকেই বোকে দিও 


কখন যে কি হয় বদলে দাও একান্ত সম্বোধন
আদরের ডাকনাম ছেড়ে গম্ভীর কেঠো বদনাম ঝনঝন
আমি ভাবি ফিরে যাই বুঝি ছিঁড়ে যাই মায়া এইবার মিছিমিছি
তুমি ভাবো তোমাকেও ছেড়ে গেছি আমি
তুমি ভাবো শুধু বুঝি তোমাকেই হানি নিজেকে পোড়ানোর ভূমিকায়

আসলে কি হয় অচেনা স্রবণে চেনা ডাক দূর লাগে
আসলে কি হয় আদর হারালে চোখ মেঘ আচমকা থমথম
আসলে কি হয় বাড়ানো দু হাতে আঁটতে চাওনা তুমি তখন
আসলে কি হয় একা লাগে বড় ভীষণ হারানো লাগে
রাগ করো তুমি অরাজি তো নই চেনা ডাকেই বোকে দিও বরং...




শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.