জয়া চৌধুরী

~ কবি পরিচিতি ~





পালানোর পথ নেই  




তোমাকে কষ্ট দিয়েছি।
আমাকে কি মাফ করবে?

জানি মাফ চাওয়াটা আসলে ধৃষ্ট
আমার নতুন কোন জট, কোনও প্রভুত্বের ছলনা
এসব ভেবেও যদি আমাকে গ্রহণ করেছ তুমি

তবে ক্ষমা পাবার অধিকার থেকে
আমাকে বঞ্চিত কোরো না।

ভালোমন্দ মেশানো ভালোবাসাই কি জ্যান্ত নয়?
মন্দটুকু কি আলোর মতই অনাদি নয়?

সে না থাকলে কেমন করে তুমি পারতে
আমার ভালোকে বুকে জড়িয়ে নিতে?

একলা শিরে তোমার নরম অধর  কিভাবে
স্থাপিত থাকত আমার রাতদিনভর?
পারবে না।

তুমি অক্ষম আমাকে অ-গ্রহণ করতে।
বিষ অঙ্গুরীয়ে তোমায় ভরে রেখেছি
শিরায় অলিন্দে নিলয়ে,

চাতক আমার স্বাতী নক্ষত্র ওগো-
আমার ছুটি না হলে তোমার পালানোর পথ নেই
হে প্রিয়।








জয়া চৌধুরী জয়া চৌধুরী Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.