![]() |
| ~ পরিচিতি ~ |
চেতনাহীন চেতনায়
বোধিবৃক্ষতলে বয়ে যাওয়া বিষাদবায়ু
ধ্যানে চমক জাগায় অলীক বিভূতি -
নির্বোধ সমাধিতেই জমাটবাঁধা যত সুখ।
অন্তহীন সুখ খুঁজি না আমি -
মৈথুনরত সাপের ছলাকলায় পেয়েছি নিশানা
হুইসেল শেষে গোলপোষ্ট ফাঁকা
চেতনাহীন চেতনায় কতোটুকু শিলালিপি !
গায়েবি কেতাবের খোয়াব নিংড়ে দুঃখফোঁটায়
ঝাপতালে নাচে সুখের আরক -
ভরছি আমি চেতনাখোয়াড়ে, যতদিন আছি।
মোহাম্মদ আন্ওয়ারুল কবীর
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন