মনোনীতা চক্রবর্তী

~ কবি পরিচিতি ~ 





ধারা  




ক্রমিক সংখ্যার ভিড়
ঠেলে যদি পারো আমাকেও
দ্রৌপদী করো ...

ছিঁড়ে নেয় যদি নিক তেমনই দুঃশাসন
শেষ সুতোটুকুও ...
নিক...!

তুমি তাতেই আবিষ্কার করো
অনাবিষ্কৃত কোন অধ্যায় ...!

লুঠ হোক অহংকারী আলোয়
তোমার কৃষ্ণা...!

নতুন নামে সাজিয়ে তোল
আবার আমায় ...

বিস্তারিত ভেঙে খুঁটে খেও
বন্ধুদের নিয়ে দেশীর সাথে
আরও খানিকটা ঝলসে নিও
পিনার আগে সাধ্যমত...

আমি গাইবো না
নাচবনা
কবিতাও ...!

টু- শব্দ করবোনা ...
তোমার নেশাটা অনেকটা চড়লে
তেঁতুল ভেজানো জল ঢালবো

টকটক স্বাদে আমার রোষ্ট
তোমার জিভের চাদর!

তোমার নেশা কাটার অপেক্ষায়..
তোমার " কৃষ্ণা"...
"আমি তো হার মেনেই আছি দেখি জয় কর কী করে..."







মনোনীতা চক্রবর্তী মনোনীতা চক্রবর্তী Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.