
জীবন চক্র
আসলাম
উপুড় হলাম
তারপর হামাগুরি
ধরে ধরে দাঁড়ালাম
হঠাৎ হাটতে শিখলাম
তারপর দৌড় আর দৌড়
কেটে গেলো কিভাবে সেই শিশুকাল
চিনলাম
মেয়ে ছেলে
বুঝিনি তা শিশুকালে
কাটালাম কানামাছি খেলে
গল্প করে যেতো সারাদিন চলে
কখনো যেতাম চলে লজ্জা পেলে
এভাবেই গেলো সেই সোনালী কিশোরকাল
বুঝলাম
প্রেম ভালোবাসা
বুকেতে বাধে প্রেমের বাসা
প্রেমকে আকড়ে রাখাই আশা
প্রেম বিফলে গেলে সবই সর্বনাশা
চলতো হৃদয়ে বেঁচে থাকার ভরষা
এভাবেই গেছে কেটে সেই যৌবনকাল
বাঁধলাম
ঘর সংসার
একা নই আর
স্ত্রীর গলায় পড়লাম হার
সন্তানদের নিয়ে করছি দিন পার
সুখ দু'খ বেদনা কষ্ট আসে বারবার
এই নিয়েই যাচ্ছে কেটে মোদের সংসারকাল
এলাম
শেষ প্রান্তে
হবেই সেটা মানতে
পার হবো কারো অজান্তে
মধুর জীবন ছিল পারবোনা বুঝাতে
তারপরও যাবো চলে হাসতে হাসতে
এই ভাবনায় যাচ্ছে কেটে পরোন্ত বৃদ্ধকাল ।
- ঢাকা -
শামীম পারভেজ
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৪
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন