আহমেদ মুনীর






মানব শৃঙ্খল



সাদা কালো গভীরে অতলে দূরে অগভীর
প্রতীক্ষার নক্ষত্র আলোক
মেঘের পাহাড়ে তপ্ত বালুকা সোপান
বন্দীত্বের বাঁকে রৌদ্র রেণু
দোলায় আমার সমুদ্রের আকাশ তরঙ্গ
জৈবশিলায় অঙ্কুরিত হয় মস ফার্ন বটবৃক্ষ
মহাকালের কণ্ঠে উৎকীর্ণ আকণ্ঠ শিকল
কষ্টের কফিনে বিস্তৃত খড়গ জল
দিগন্তে ওপারে
পিতামহের কোরাস কণ্ঠস্বর
শ্বাসকষ্ট হৃদকষ্টের অনিবার্য সড়ক
অস্পষ্ট গন্তব্যে গৃহকোণ ভালোবাসা
পরমাণু বৃষ্টির ক্ষত রক্তভেজা জীবন
অসমীকরণ
আমার আজীবন দীর্ঘ প্রতীক্ষা
বেঁচে আছি বেঁচে থাকি
অলঙ্গ্য উপত্যকায়
বিকীর্ণ পাহাড় ক্লোরোফিল
মহাবিস্ফোরণের মহাসম্প্রসারণ
কী অর্বাচীন এ মানব শৃঙ্খল ।।

- ঢাকা -
আহমেদ মুনীর আহমেদ মুনীর Reviewed by Pd on জুন ১৪, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.