ইন্দ্রাণী সরকার

                     \



                     ময়না সোনা
ময়না পাখি হয়েছে চুপ 
কি হলো তোর এমন রূপ ?
খাওনি না কি আজকে দানা,
ওরে আমার ময়না সোনা ?
চল উড়ে যাই অনেক দূর 
বাঁশি যেথা বাজায় সুর |
সব পেয়েছির দেশে হারাই 
সুখ ছাড়া আর দুঃখ যে নাই |
সোনা পাখি এই নে দানা 
দেখি মুখটি সোনা পানা |

- নিউইয়র্ক -

ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on মে ০৯, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.