ইন্দ্রাণী সরকার





অস্তরাগের আড়ালে তুমি 




জানি না কেন কাল অস্তরাগের
আকাশটাকে দেখে
আমি সমাহিত হয়ে গেলাম|
পেঁজাতুলোর মতো মেঘগুলো
সিঁদুরে লাল রঙা
নতুন করে তাদের চিনলাম |
মাঝে মাঝে নীলের উঁকি ঝুঁকি
সুদূর দিকচক্রবালে
হারালাম মন আবার হারালাম |
সন্ধ্যের রঙে ঐ বনবিথী রাঙা
নিকষ কালো আঁধার
চুপিচুপি তোমায় তাই ভাবলাম ||

নিউইয়র্ক ।
ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on মে ০৯, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.