সৈকত ঘোষ






zero - পয়েন্টে দেবীর ইকুয়েশান

 



অনেকক্ষণ ছায়ার পিছু পিছু হাটলে
আমিই আবছা হই 
মগজের সার্কিটে তখন 
গত রাত 
প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড 

ছোটোবেলায় গাছের রচনা লিখতে বসলে 
আমি ফলের কথা ভেবেছি 
ঈশ্বর কখন নিঃশব্দে শরীরে ভরে দিয়েছে বীজ 
তারপর কোনো দিন ট্রিগারে হাত রেখে মিস করিনি

সত্যি কথা বলতে 
মেট্রো স্টেশনের সব সুন্দরী মেয়ের বুকের দিকে তাকালেই 
আমার আপেল খেতে ইচ্ছে করে 

জীবনের যাবতীয় দেখা চোখ থেকে ডায়েরি 
ডায়েরি থেকে উঠে এসেছে জীবনে 

তোমার ফেলেরাখা ব্রা-থেকে জন্ম নেওয়া বিস্ময়ঘোর 
এক দুই তিনটে ডাইমেনশান পেরিয়ে 
চতুর্থ ডাইমেনশানে মৈথুনের প্রতিটা মিনারেল থেকে 
জন্ম নেয় সেই আপেল 
সেই প্র কৃত নারী
.
.
.
বিন্দুগুলো জুড়ে তৈরী হওয়া যোনিমুখ 
নতুন করে শীত গ্রীষ্ম বর্ষা চেনায়
স্কার্টের নীচের শহরটা আসলে সুদ কষা অঙ্ক...










আনবটন মিস্ট্রি  
                   
     
মানুষ যদি ক্রিয়ার বিশেষণ হত 
ফেলে আসা স্কুলের ঘন্টা 
উড়ন্ত জোনাকি 
পৃথিবীতে আগামীকাল রচনা করুক ...

বাঁচার পেছনের রহস্যরা আরো গাঢ়
রোদের ঠোঁটে চকিত বৃষ্টি চিহ্ণ


------
নৈহাটি । উত্তর চব্বিশ পরগণা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ