
সিনথিয়া
এক
প্রেমের কবিতার মতো
তোমাকে খুঁজি
তাপমাত্রার দেওয়াল সরিয়ে
কাঁকড়ার সাদা পারদ
খয়েরি সমুদ্র
নটি ধেউ
আমাকে বলে ভায়োলেট হতে
গা থেকে ঝেড়ে ফেলি বালির ভায়োলিন
সিগন্যালের নুলিয়া খুলে
শিরদাঁড়ার দেশ্লাই
কাঁপা হাত
আগুনের সালসা জমলে
জল কিন্তু জল থাকবে না আর
সাঁতারের পাশে
হামলে পড়বে ঘামের পোশাক
দুই
প্রেমের ভেতরে থাকি
গোপনে দেখি বন্যরঙ
কল্পনা করি
হাল্কা নিয়নে তোমাকে কেমন
তুমি কি নাক বরাবর সোজা
হাইওয়ের দিকে বেঁকে গেছ সামান্য
অথবা ময়াল সাপ
জলবাতাস চাট্টি
লোটাসফুলের মূল
কতটা গভীরে
ঘুমের ভেতরে
দীর্ঘতম আর্সেনিক
ডানা আঁকা পারদ
মধু ...মধু
আবছা সেন্টিগ্রেড
তুমি ডাকাডাকি করো
শুনতে পাই
তন্দ্রার ব্লাউজ উড়ে যায়
ব্রেসিয়ার পাড়ায়
কলকাতা ।
রত্নদীপা দে ঘোষ
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৪
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন