শামসুন নাহার






ইচ্ছেগুলো




আমারও ইচ্ছা করে
একদিন খুব করে বৃস্টি নামুক
আমাদের শহরে।
আমি রিকশার হুড ফেলে
তোমার হাত ধরে ভিজব তুমুল।
আমারো ইচ্ছে করে
একদিন মেলায় নিয়ে
হাতভরে কাঁচের চুড়ি
কিনে দিয়ে কপট রাগে
মুখে বলবে "খবরদার!
কানের কাছে রিনঝিন করবে না"
আমি হাত নেড়ে রিনরিন শব্দ তুলে
বকবক করলে ঠিক মুগ্ধ চোখে
তাকিয়ে থাকবে।

ঢাকা।

শামসুন নাহার শামসুন নাহার Reviewed by Pd on মে ০৯, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.