উদ্দালক বীজ
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়
চেনা পথের বাঁকও মাঝে মাঝে অবাক করে
অচেনা হয়ে যায়,
রাতের নিয়ন বাতির আড়ালে দাঁড়ানো ছায়া
কাকভোরে অদৃশ্য ।
চেনা স্বপ্ন-যুবতীদের বিউটিপার্লারে দাঁড়াতে হয়
ফেসিয়ালের জন্য,
রাতের তারারা রতি বিদ্যা আয়ত্ব করতে না পেরে
ফসিল হয়ে ঝরে।
চেনা মানুষগুলো অচেনা মুখোশ পরে সংহার নৃত্যে
আজ মাতোয়ারা,
প্রতিবাদী শব্দগুলি গর্ভবতী হয়েও গর্ভপাতের জন্য
ফুঁসে ওঠে না আজ।
চেনা পথ, অচেনা বাঁক। পাশে কাঁটা ঝোপ, সাপ
তবু বিরামহীন চলা,
রাতের গর্ভকেশর মাতিয়ে পরাগ সংযোগকারী
কালপুরুষ নিদ্রাহীন।
সমস্ত নীরবতা ভেঙে যেটুকু চেনা, চৈতন্য আলো
করে,সেদিকেই চল,
এই অসহনীয় মুষলপর্বের শেষে আবার বাজবে
কালের মন্দিরা।
এইটুকু ধৈর্য ধর। বিশ্বাস রাখো জনরোষ আর
গণ জাগরণে,
অচেনা কে চেনা, অজানাকে জানার জাদুবিদ্যা
আমাদের জানা।
এই গূঢ় অন্ধকারের জগদ্দল পাথর ভাঙতে হবে
যৌথ খামারের অভীপ্সায়
সময়ে প্রোথিত হবে উদ্দালক বীজ।
চেনা পথের বাঁকও মাঝে মাঝে অবাক করে
অচেনা হয়ে যায়,
রাতের নিয়ন বাতির আড়ালে দাঁড়ানো ছায়া
কাকভোরে অদৃশ্য ।
চেনা স্বপ্ন-যুবতীদের বিউটিপার্লারে দাঁড়াতে হয়
ফেসিয়ালের জন্য,
রাতের তারারা রতি বিদ্যা আয়ত্ব করতে না পেরে
ফসিল হয়ে ঝরে।
চেনা মানুষগুলো অচেনা মুখোশ পরে সংহার নৃত্যে
আজ মাতোয়ারা,
প্রতিবাদী শব্দগুলি গর্ভবতী হয়েও গর্ভপাতের জন্য
ফুঁসে ওঠে না আজ।
চেনা পথ, অচেনা বাঁক। পাশে কাঁটা ঝোপ, সাপ
তবু বিরামহীন চলা,
রাতের গর্ভকেশর মাতিয়ে পরাগ সংযোগকারী
কালপুরুষ নিদ্রাহীন।
সমস্ত নীরবতা ভেঙে যেটুকু চেনা, চৈতন্য আলো
করে,সেদিকেই চল,
এই অসহনীয় মুষলপর্বের শেষে আবার বাজবে
কালের মন্দিরা।
এইটুকু ধৈর্য ধর। বিশ্বাস রাখো জনরোষ আর
গণ জাগরণে,
অচেনা কে চেনা, অজানাকে জানার জাদুবিদ্যা
আমাদের জানা।
এই গূঢ় অন্ধকারের জগদ্দল পাথর ভাঙতে হবে
যৌথ খামারের অভীপ্সায়
সময়ে প্রোথিত হবে উদ্দালক বীজ।
ধৈর্য ধর।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন