■ মাংসাশী শহর
এ এক অদ্ভুত হত্যাযজ্ঞ!
এ শহর যেন আজ এক মাংসাশী শহর!
প্রতিনিয়ত এখানে রক্ত,মাংস,হাড়,
এ শহর যেন আজ এক মাংসাশী শহর!
প্রতিনিয়ত এখানে রক্ত,মাংস,হাড়,
মাথার খুলি পড়ে থাকে।
বিকট বিস্ফোরণের সাথে সাথে
বিকট বিস্ফোরণের সাথে সাথে
এখানে শুরু হয় মৃত্যুর উম্মাদ নৃত্য,
অস্ত্রের বজ্রধ্বনিতে এখানে বেজে যায়
অস্ত্রের বজ্রধ্বনিতে এখানে বেজে যায়
বিস্ফোরণের গান।
এ যুদ্ধে সবাই জয়ী হতে চায় এবং
জয়ের জন্য সবাই আশাবাদী,
একটুকরো জমির জন্য এখানে আজও
একটুকরো জমির জন্য এখানে আজও
যুদ্ধ আর দাঙ্গাবাজী।
এ এক এমন আগ্রাসন
এখানে ন্যায় নীতিও ধন্দে ভরে থাকে,
স্বাধীনতা!
সেও এখানে আজ একটা নির্দিষ্ট সীমায় বন্দী হয়ে গেছে,
একটু বেপরোয়া হলেই তান্ডব নেমে আসবে প্রিয় মানচিত্র আর স্বাধীনতার উপর।
স্বাধীনতা!
সেও এখানে আজ একটা নির্দিষ্ট সীমায় বন্দী হয়ে গেছে,
একটু বেপরোয়া হলেই তান্ডব নেমে আসবে প্রিয় মানচিত্র আর স্বাধীনতার উপর।
কাজী জুবেরী মোস্তাক | মাংসাশী শহর
Reviewed by Test
on
ডিসেম্বর ৩১, ২০২২
Rating:
Reviewed by Test
on
ডিসেম্বর ৩১, ২০২২
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন