চিন্ময় ঘোষ​ | রাজসুখ

চিন্ময় ঘোষ​ | রাজসুখ

■ রাজসুখ



যথাযোগ্য উৎকোচের মূল্য বিনিময়ে​
রাজসুখ পেয়ে গেছে গুটিকয় দোহার প্রবর
ভেড়ার পালের মতো এইসব জুয়াড়ির দল​
আকণ্ঠ মদিরায় বেশ মজে আছে।

নিজের মাপের চেয়েও অতিকায় যে মুখ উচ্চকিত ছিল -​ স্বমূর্তি​ লেহনের​
শ্লাঘায় নিমজ্জিত জগঝম্প খোশ​
সাদার প্রলেপ তারই ধুয়ে ধুয়ে​
ইদানিং খুলে পড়ছে মোহিনী মুখোশ​ ​
সাদার মহিমা দিয়ে যাবতীয় কটু গন্ধ আর কতদিন ঢেকে রাখা যায়!​
ঝুলে পড়া মুখখানা ঢাকার প্রয়াসে দেখি
আরও কত অদম্য ছলচাতুরি।

লালসায় ভিজে মজে বুদ্ধির কিছু কারবারি​ ​
আরাম-বিরাম-সুখ যাপন বিলাসী​ ​
যতই ঝাপ্টা দাও কিছুতেই ভাঙবেনা ঘুম​ ​
দু'কান কাটা যত মেরুদণ্ডহীন​ ​
আনত হয়ে আছে মক্ষী বেদিমূলে
বেহায়ার লাজ নেই তাই উচ্ছিষ্টই পরমার্থ​ পরম আনুগত্যে নিয়েছে তা মেনে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন