রাহুল ঘোষ​ | নাবিক-নীলের আশ্রয়

প্রেমের কবিতা

প্রতিদিন শূন্যতার মতো সাদা হয়ে 
উঠছে জনপদ 
আর বিষের মতো নীল! 
প্রিয় কোনো রঙ এইভাবে রোজ 
বিসর্জন এনে দিলে 
মনে পড়ে, এইভাবে আমাদের ওরা 
বিচ্ছিন্ন রেখেছিল এতদিন 
শ্বাসরোধকারী উপায়সমূহে রেখেছিল 
হত্যার ষোলোকলা। 

আমার আকাশনীল শার্টে যথারীতি 
জুড়ে ছিল জাগরণ, 
বুকপকেটের পিছনে রাখা ছিল 
নিবেদিত একটা হৃদয়; 
আমরা ছিলাম না আমাদের ছায়া লেগে 
থাকা পথের কোথাও। 

আজ তুমি ঘন হয়ে এলে, আজ তুমি 
নিয়ে এলে ঘননীল 
ফিরে এলে স্পর্শভুক দুপুরের ঘাম, 
কখনও রাত্রিকালীন সোচ্চার 
বহুদিন পরে নীল রঙ বিষহীন লাগে, 
নাবিক-নীলের আশ্রয়। 

নবাবি নামের আড়ালে সময়রেখা ঠিক 
করে দিতে বলি তাই। 
রাহুল ঘোষ​ | নাবিক-নীলের আশ্রয় রাহুল ঘোষ​ | নাবিক-নীলের আশ্রয় Reviewed by Test on মে ০৯, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.