মামনি দত্ত | হঠাৎ একদিন

প্রতিবাদী কবিতা

আশ্চর্য এক নীল ফুলের দেশে আমাদের দেখা
সেখানে বুভুক্ষু পৃথিবীর হাঁ মুখ
ন্যায়ের জন্য ক্লান্ত এক নাবিক যেন।

বন্দর ছুঁয়েছিল অনেকবার
অস্পষ্ট কান্না আড়াল করে।

মৃত শহরের বুকে অভিশপ্ত কশেরুক নিয়ে 
ঝুঁকে চলে মানুষ,
সেখানে সাইরেন মানে স্বঘোষিত আর্তনাদ,
আটপৌরে জীবন আশঁবটির সামনে নতমুখী।

জিগির তোলে লাম্পট্য আর ধর্ম গুণগানের!
এসো, সেখানেই গেঁথে দিই আমাদের শুরুর শুণ্যতা।
পুনরায় পরিবর্তনের!
মামনি দত্ত | হঠাৎ একদিন মামনি দত্ত | হঠাৎ একদিন Reviewed by Pd on মে ০৯, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.