চিন্ময় ঘোষ | ভালোবাসা

শব্দের মিছিল

✓ ভালোবাসা 

(১)

আকাশ জুড়ে মেঘ করেছে সূয্যি গেল পাটে
আঁধার নামে পোড়া দেশের বিপন্ন এই হাটে​
আমরা ওরার ফাঁদে ফেঁসে ওষ্ঠাগত প্রাণ
বাতাস ছড়ায় মাটির গায়ে হিংস্রতার ঘ্রাণ​
ধূর্ত দুজন হিসেব কষে হেসেখেলেই পাশ
আমরা বোকা, বনে গেলাম ওদের সখের দাস
ভাঙছে মানুষ ভাঙছে হৃদয় অন্ধ তাড়নায়​
ভালোবাসার উঠোন জ্বলে হাওয়ায় ওড়ে ছাই....

কোথায় তারা? সুযোগ খোঁজা বুদ্ধি বেচার দল
কাগজ-কলম মুখ লুকিয়ে ঘুমিয়ে হিম-শীতল!

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​
​(২)

দূর, তবু দূর নয় তত
অন্তরঙ্গতা আলেয়ার মত​
ছুটে ছুটে যায় ভূগোল রেখায়...
ভালোবাসা বিন্দুবৎ জমে আছে বন্ধ দেরাজে​
ক্রান্তিকাল এসময় যে, অযাচিত তাই এই রাত
আবার সকাল হলে মেঘবতী উচ্ছ্বাস এসে​ ​
ভেঙে দেবে বাঁধ​
রক্তে বইছে যে অবিমিশ্র লবণের ধারা
হৃদয়ের ছড়ে টান দিলে তখনি উঠবে বেজে​
আনন্দ সুর-মূর্চ্ছনা
রামধনু রঙ হয়ে স্রোতস্বিনীর মতো অনন্ত বয়ে যায় যা, তাই-ই ভালোবাসা।

​ ​ ​ ​ ​ 
(৩)

নীতিকা, তুমি হারাওনি তো কিছু​
প্রিয়জন ভরে দিয়ে গেছে চেতনায়​
ছোট্ট বলয়ে ভালোবাসা নয় বাঁধা​
বুকের মাঝেই ব্যপ্ত স্বদেশ তাই!

নীতিকা, তোমার প্রিয়জন মরেনা​
রক্ত-মজ্জা-সত্তার হলো জয়
মাংসপিণ্ড ছিলনা তো নশ্বর,​
ভালোবাসা? শুধু আপ্তবাক্য নয়।

কুচক্রী জাল বিছানো ব্যাধের ধ্যান​
সুচারু থাবাও বিছানোর প্রয়োজন​
প্রগলভতায় আনন্দে নাচে ব্যাধ​
দেশপ্রেমের ঢালাও বিজ্ঞাপন।​

ঈপ্সিত সুখ হাতের মুঠোয় ধরা​
কা'র কি গেল কি বা যায়​ আসে তার​
শিরা ফুলিয়ে দেখাল স্বদেশপ্রীতি
অপাঙ্গে দেখে কা'র কোলে হাহাকার।

নিমেষে দুচোখ সর্ষেফুলের ধাঁধায়
ঘর গিলে খায় অমাবস্যার রাত
বিচিত্র এক সম্মোহনীর খেলায়
কোন রমনীর মাথায় বজ্ব্রপাত!

যাপনও চলবে হয়তো বছর ঘুরে​
উচ্চৈঃস্বরে ছড়াবে স্বদেশ-প্রীতি
একদিন কোনো বিস্মরণের ছাইয়ে
ঢেকে যাবে এই উচ্চকিতের গীতি।

নীতিকা, তুমি এইসব কিছু ভুলে​
চরণ ছুঁয়েছ স্বদেশ মাতৃকার
অপূর্ণতার ব্যাটন নিয়েছ তুলে​
পূর্ণ, পুণ্য কুম্ভ ভালোবাসার।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ