শর্মিষ্ঠা ঘোষ

শব্দের মিছিল

■ এপিটাফ
 


কোন এক মৃত্যুর দিনে কারা এসে বলেছিল এপিটাফ লিখে দিতে হবে

আঙুলের মাথা নেই নিয়ে গেছে প্রণয় পিপাসু চুম্বন ছলে

তার ঠোঁটে মধু মাখামাখি তার চোখে খলবলে বন্যা বিধৌত পা রাখার জমি

সুতরাং অক্ষম লেখায় গাঁজাখুরি গা জোয়ারি ভরে দিতে দিতে

পৃথিবী থামলো না মোটে একচুল নড়লোনা কান্না জনিত

নিজে যদি লিখে রাখে কেউ জল আর বাতাসের ঢেউ

কোন গন্ধ নিয়ে আসে কূর্চি বাসরের একখানি চারা রুয়ে দিতে পারি

এইটুকু একমাত্র সততার সাথে দিতে পারি রেলিকের পাথরের পাশে


শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on আগস্ট ৩১, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.