এমনই সব এলোমেলো অন্ধকার নামে যার সাথে কোন কিছুর লিঙ্ক নেই।একটার পর একটা বন্ধ হয়ে যায় ইস্কিমিক জীবনের লকগেট।মেঘলা ব্যাকগ্রাউন্ডে জেবিএলের ফ্লিপ টু থেকে মালকোষ, বুকের ভিতর বেণীমাধব বেণীমাধব!ক্লাস সেভেনের কম্পাস ঘষে বেঞ্চে খোদায় করা এ প্লাস বি হোল স্কয়ার মানে নির্জন দুপুরের নদী আর খেয়ানৌকো।
বাজি রাখা যৌবনের নোটপ্যাডে মাল্টিকালার নেলপালিসের দাম্পত্য। প্রেমের ডিসেকশন রুমে চেরা গোধূলির ঠোঁট। সব কাটাকুটির ফলাফলে শূন্যতা বাসা বাঁধলে রাজনীতির ব্যারিকেডে খিদের ডকুমেন্টারি।ফলত একটা অক্টেভ থেকে পরের অক্টেভে পৌঁছনোর আগেই সব ডিলিট মোড।
জিরো অপশনে আদিগন্ত শূন্যতার উড়ান। নো ভ্যাকেন্সি জোনে কিছু নীলসাদা আঁচড় । ভাতহীনতার জাবরকাটা ভবিষ্যতে সাড়ে তিনহাত জমির গেমপ্ল্যান সফল না হলে ব্যাকবেঞ্চ কুয়াশার ফুটপাত হয়ে যায়।স্কিৎজোফ্রেনিক রাতের ট্রামলাইনে মেঘলা ট্রাম চেপে হারিয়ে যায় ক্লাস সেভেনে আটকে থাকা মালতীরা। প্লাস্টিক বুকের মাঝ রাত তলপেটের গ্যাঁজলায় বৌদ্ধিক শব্দ ওড়ায়।
ঘুম ঘুম রাত ঝিকিমিকি তারা- পাতাখোর চোখ চিনে ফ্যালে মুখোশের আড়ালে আরও অনেক না মুখোশ। লটকে থাকে চাঁদের ছায়া ল্যাম্পপোস্টের গায়ে।ফলত একটি অনৈতিক মৃত্যুতে রাতজাগা কুকুরদের কোর্টমার্শাল।
দিনশেষে গোছা গোছা অ্যালজোলামের পাতায় গড়িয়ে পড়ে মালতীবালাদের সকাল।
সময়ের কাছে মরবিড নামতাঘর সাজানো থাকে টিপটপ শোরুমের চেহারায়। ক্রমশ আসবাবের জায়গা নিতে অবশিষ্ট বেঁচে থাকা।
■ মন্দিরা ঘোষ | মরবিড নামতাঘর
Reviewed by Pd
on
আগস্ট ৩১, ২০২১
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ৩১, ২০২১
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন