■ নিবেদন
রোজ নিবেদন লিখে যাই
জীবনের ঝরাপাতা কুড়োতে আসে না কেউ
বাতাস ওড়ায় শুধু, বহুদূর
নিদাঘের আকাশ ঘিরে ভরসার মেঘ আসে
হয়তো করুণা, হয়তো বিস্ময়
নিয়তির রুখাশুখা মাটি পাতে বুক
রোজ নিবেদন ওড়ে
বাতাসে বাতাসে পোড়া ছাই
■ কালপ্রবাহ
একটি নদীর তীরে সূর্য হারাই রোজ
খালি হাতে ফিরে আসি বাড়ি
নদীর ঢেউয়ের গুঞ্জন
গোধূলির নিসর্গ রূপকথা
অন্ধকার মেখে ঘুমোতে যায়
আড়মোড়া ভাঙে নদী
নক্ষত্র বেদীতে কারা জেগে থাকে ?
এশহর জানে না —
মাই নেম ইজ খান এর পর
আবার কারা তাঁবু ফেলবে এখানে আবার !
স্রোতের বিহঙ্গগুলি কেবলই ডানা ঝাপ্টায়….
তৈমুর খান
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০২০
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন