■ পরশুরামের কুঠার
এক নৃশংশবাদী মাস্কের পরিনয়ে কাটা পড়েছে সিঁথি
মাধবীলতার এই রাত
স্নানপূর্ণিমার বলয় দেখে মনে হয় সীমা ধরে রাখা চাঁদ যেন
মেতে আছে ছিটেবেড়া দেবার তালে, উজ্জ্বলতমের
রক্তে ধোয়া তেমন জন্মশোধ
বিড়ালের চোখে নির্বাক পড়ে থেকে
ঘুরে বেড়ায় লোকালয়ে...পুরুষাণুক্রমে
তারা ঢেকে রাখে ঠোঁটওয়ালা টাওয়ার
মগজের খোলামকুচি
তাকেও ব্যাধিত করে বিক্রি হয় এযুগে শিয়ালের কোট
নিষাদস্বর শুধু জানে, জলাশয়ের দূরে
ফিরে আসা ক্রোধ, হত্যা, নারকীয় কুয়াশাপাঠ
কুঠারের অভিশপ্ত সঙ্গ... পীতবর্ণের
রুমা ঢ্যাং অধিকারী
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০২০
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন