■ সাদা ঠিকানা
দরজায় নীলরঙের দুপুর একটি ক্ষতচিহ্নের স্মারক
বারবার মুছে রাখা টিসুপেপারের দাগে
সেঁটে আছে সেদিনের ব্যাকডেটেড চুমু
তোমার স্বেচ্ছাবিহারের দাগ মুছে স্বাবলম্বী ঠোঁট
মাঝরাতের শুকনো জিভ পাকস্থলী ভ্রমণে
তুলে আনে বারুদের অভিমান
না কোনো বিস্ফোরণ নয়
নীল দুপুরের দরজায় আটকে রেখেছি
অ্যাসাইলামের সাদা ঠিকানা
আদতে সরলতা শুধু বিপর্যয়কেই কাছে টানে
মন্দিরা ঘোষ
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০২০
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন