■ রঙ শুধু দিয়েই গেলে
দেবাশিস মুখোপাধ্যায়
সেলুনের আয়নায় দেখি আমার পুরুষ
বদলে দিচ্ছ তুমি সুনিপুন হাতে
তোমার ফেনায় ফেনায় ব্লেড ঝলসে ওঠে
হত্যা বা আত্মহত্যা র গল্প সেখানে নেই
তবুও খুন হয় রূপ
তার শরীর উড়ে যায় বাতাসে বাতাসে
জড়ানো সাদা চাদরটি জানে
চিরুনি তল্লাশি না হলেও
শীত শেষে বসন্তের পথ
এসে গেছে আমাদের মফস্বলে
দেবাশিস মুখোপাধ্যায়
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০২০
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন