সুশান্ত কুমার রায়

 

প্রতিশোধ


■ প্রতিশোধ


চোখ নেই, হাত নেই, মুখ-ও নেই, পা-ও নেই
তবুও এ প্রান্তর থেকে ও প্রান্তর বিশ্বচরাচরে,
করোনা প্রতিনিয়তই সাইরেন বাজিয়ে চলছে-
প্রিয় কিংবা আপনজনও পর হয়ে যায়
করোনা বৃত্তান্তের অনলাইন প্রেসক্রিপশনে।

অদৃশ্য বায়ুরাশির দৃশ্যমান ভূগোলে
নিয়তির নির্মমতায় দীর্ঘশ্বাস আজ
মানব সভ্যতার বিবর্ণ আকাশে,
নিঃশব্দ কান্না আর অশ্রুজলের ধারাপাতে
প্রিয় ও স্বজনের বেওয়ারিশ লাশের ক্যানভাস।
মায়া-মমতা-ভালোবাসা নিমিষেই নিচিহ্ন হয়
প্রতিমা বিসর্জনের ন্যায়-

নতুন করে ফুল হাসে, পাখি গান গায়
ভ্রমর উড়ে যায়, নদী বয়ে ধায়, নিরন্তর...
ফড়িং নাচে ঘাসের কাছে
আহা! কি আনন্দ, কি মজা!
প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ।

 

■ পরিচিতি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* মন্তব্য করতে পেজটি রিফ্রেশ করুন .