■ প্রতিশোধ
চোখ নেই, হাত নেই, মুখ-ও নেই, পা-ও নেই
তবুও এ প্রান্তর থেকে ও প্রান্তর বিশ্বচরাচরে,
করোনা প্রতিনিয়তই সাইরেন বাজিয়ে চলছে-
প্রিয় কিংবা আপনজনও পর হয়ে যায়
করোনা বৃত্তান্তের অনলাইন প্রেসক্রিপশনে।
অদৃশ্য বায়ুরাশির দৃশ্যমান ভূগোলে
নিয়তির নির্মমতায় দীর্ঘশ্বাস আজ
মানব সভ্যতার বিবর্ণ আকাশে,
নিঃশব্দ কান্না আর অশ্রুজলের ধারাপাতে
প্রিয় ও স্বজনের বেওয়ারিশ লাশের ক্যানভাস।
মায়া-মমতা-ভালোবাসা নিমিষেই নিচিহ্ন হয়
প্রতিমা বিসর্জনের ন্যায়-
নতুন করে ফুল হাসে, পাখি গান গায়
ভ্রমর উড়ে যায়, নদী বয়ে ধায়, নিরন্তর...
ফড়িং নাচে ঘাসের কাছে
আহা! কি আনন্দ, কি মজা!
প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ।
সুশান্ত কুমার রায়
Reviewed by Pd
on
অক্টোবর ২১, ২০২০
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২১, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন