শর্মিষ্ঠা ঘোষ

মাপ

 

■ মাপ 

এসো তবে ছুঁয়ে দি তোমাকে অসুখ
ভালোবেসে আরো আরো মেশামেশি হোক
আরো আরো উৎসাহী উৎসব ভিড়
কোল ঘেঁষে কাঁধ ঘেঁষে পথেই নামুক
আমাদের সুখী প্রাণ সুখের বাতিক
বহুদিন নিরালায় সেঁধিয়েছে ভয়ে
হ্যাভ আর হ্যাভ নটে কতটা ফারাক
জীবনের মায়া তাকে শিখিয়েছে মানে
রাজনীতি মূলধনে বোঝার প্রকার
আরো কত বুঝদার হবে জনগণ
খাদে ঝাঁপ দিতে পারে পাল ধরে ভেড়া
একজন পথ ভুলে ডাকলে মরণ
একদিকে গেলে হবে ? শাঁখের করাত
অনটন অনাহার পিছু টেনে ধরে
রোগে যদি বেঁচে যায় আরো চিন্তার
কিভাবে ভরাবে পেট এই মরশুমে
আমাদের ভোট মানে আঙুলের কালি
কাকে ছাপ কেন ছাপ ভগবান জানে
বাঁচলে লড়তে হবে এইটুকু সার
নিজের ল্যাঙট কাটো নিজেদের মাপে


■ পরিচিতি 

শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on অক্টোবর ২১, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.