"--আকাশ--"
মনের খুশি ছড়িয়ে দাও
হিংসার বীজ পুঁতে রেখোনা
মুক্ত বাতায়নে মেলে ধরো মানবিক মূল্যায়ন।
"--বাতাস--"
জীবনকে ভাব পাতার মতো
আজ এখানে, কাল সেখানে
নবরূপে বয়ে যাবে আদিগন্ত
সবুজের গন্ধ বইবে সাথে।
এইখানে পুঁতে রাখা চারা
একদিন মহীরুহ হয়।
যদি মাটি ভালো জাতের হয়
তুমিও পেতে পারো সফল প্ল্যাটফর্ম।
"--জল--"
মনটা নদী কিংবা সমুদ্রের জলের মত স্রোতময়
একবার আর্সেনিক মিশে গেলে
নেমে আসে বহু ক্ষয়।
"--আগুন--"
তেজ থাকুক মনে
দেহে থাকুক শক্তি
দাবানল হয়ো না কখনো।
সুনন্দ মন্ডল
Reviewed by Pd
on
জুলাই ১২, ২০২০
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন