অপর্ণা বসু

তোমায় ছুঁয়ে থাকি - aparna basu

তোমায় ছুঁয়ে থাকি 

 প্রতিটিি রক্তপাতে বেদনা লেগে থাকে
তবু আমি অবিকল ছুঁয়ে থাকি
আলো আমার আলো ওগো

প্রতি টি পদক্ষেপ দূরে নিয়ে যায়
তোমার জরায়ুর আশ্রয় থেকে
আমি বলি খোল দ্বার খোল

রক্ত ও চন্দন  ফুল  ও  ফসল
সূর্য  ও তারা জননী ও ভালবাসা
সব পুণ্য হোক পুণ্য হোক

ক্লান্তি শেষে রাত্রি নামে
তুমি  অনেক দূরে মেঘের দেশে যাও
তখনও আমি  আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে থাকি।

অপর্ণা বসু অপর্ণা বসু Reviewed by Pd on মে ১২, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.