শেকড় সন্ধান
চৈত্র শেষে বৈশাখ আসে
পান্তা ভাতে ইলিশ,
বাঙালি যদি হয়ে থাকিস তবে কেন ?
ফাস্ট ফুড আর চিকেন ফ্রাই গিলিস।
বৈশাখ আসে বাঙালি ঐতিহ্যে
মিষ্টি মুখের চাহনিতে স্নিগ্ধ হাসির রমণী,
হিন্দু-মুসলিম বৌদ্ধ-খ্রিষ্টান একই সূত্রে গাঁথা মোদের
গানে গানে মনে প্রাণে চলচঞ্চল ধমনী।
বাঙালির প্রাণের বন্ধন মেলা
ঐতিহ্যের শেঁকড়ে গ্রোথিত বারো মাস,
আপন ঐতিহ্য ভুলে মোরা আজ
পাশ্চাত্য সংস্কৃতিতে করছি হাসফাস।
একতারা গেলো, দোতারা গেলো
বাজছে আজ গীটার ভায়োলিন
বাঙালি মোরা হতে পেরেছি কি ?
ইয়ংবেঙ্গল বেঙ্গল বেভূষায় কাটছে মোদের দিন।
কোথায় গেলো গোয়াল ভরা গরু গোলা ভরা ধান
পুকুর ভরা মাছ আর বরজ ভরা পান,
বাঙালির খাঁটিত্ব খুঁজতে তাই আজ
সার্চইঞ্জিন গুগলে করছি ঐতিহ্যের শেকড় সন্ধান।
সুশান্ত কুমার রায়
সুশান্ত কুমার রায়
Reviewed by Pd
on
এপ্রিল ১৪, ২০২০
Rating:
Reviewed by Pd
on
এপ্রিল ১৪, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন