মায়া মাঝি
পিয়ালডাঙ্গার ঘাট।
নৌকায় এক অদৃশ্য মাঝি - গঙ্গার বুকে বুক ঠুকে
ভেসে বেড়ানো শীত সন্ধ্যে ভরে নিচ্ছে পেটের ভেতর একাকী।
অনাসক্ত হাতের কারসাজি ছিপের অন্দরে।
স্কুল ফেরৎ বাচ্চা...জলের জোয়ার... হাতে হাত রাখে পরস্পর...
কচি কচি চোখে উঠে আসে ছড়ানো ভালোবাসা
সুগন্ধি আদর।
মিঠে আলাপন হেঁটে পার হয়ে যায় গল্পকথার দেশ
সংকীর্তন হয় ওপাড়ে,
এপাড়ের পরিত্যক্ত কাঠামোয় নিঃশ্বাসের শব্দ ওঠে
ভরা মন তার আগামীর ভাত জোগায়—
(C) সীমন্তিনী সাহা
সীমন্তিনী সাহা
Reviewed by Pd
on
এপ্রিল ১৪, ২০২০
Rating:
Reviewed by Pd
on
এপ্রিল ১৪, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন