শর্মিষ্ঠা ঘোষ

শর্মিষ্ঠা ঘোষ
ভুলগুলো 
সাথে নিয়ে হাঁটি।

তুমি সব ভুল নিয়ে কোন গোঠে যাও।বাঁশি অন্য নামে ডাকে।ব্যথা নামে কেউ এসে চোখে বসে থাকে।তিরতির করে মণি।সরাতে সরাতে হারিয়ে যেতে যেতে ডুবে ডুবে কোথায় যাবার কথা মনে করতে পারি না।এত রাশি রাশি তীক্ষ সূচিমুখ ফুঁড়ে ফুঁড়ে দেয় ভোঁতা অবশ হয়ে যাচ্ছে স্নায়ু।শিরদাঁড়া খুলে মেরামত করতে দেব কোন প্রেমিকলগ্নের কাছে,
কে কোথায় ধারণ করে দুদিনের হাহাকার কোন কষ্ট মুছতে মুছতে ক্ষয়ে যায় ইরেজার ভেঙে যায় দিন রাতের মালিক ভেসে গেছে শোনার লোক।স্পর্শের বাইরে আর কেউ থাকে না নিজের।

সব পরতে পরতে খুলতে খুলতে হাওয়ার পাশে শিষ হয়ে থাকে।তুমি তাকে দেখনি বলেই সে নেই তাও নয়।সেই সত্য সেই পরম সেই ক্ষত সেই অসুখ।সব শোধবোধ হোল রে।দে দড়ি কেটে দে এবার।
যাই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ