গতজন্মের
ওড়না
এক ঢাল চুলের মতন মনখারাপের গোছ
ফণা উচিয়ে নেমে এসেছে, হিস হিস শোনা যায়…
রাতের কৃষ্ণ গামলায় অলীক নিক্বণ ঢেলে দেয়
অপমৃত যুবতী বৃষ্টির সারারাত-হাঁটা প্রেত
নল বাহিত অদৃশ্য জলের মতন বয়ে যাওয়া
রাত্রির ঝোরাটির শরীরে বৃষ্টিপ্রেতের নূপুর
শব্দ ভাসিয়ে দেয় সুদূরে কোনও ঠিকানা না লিখে–
নিরন্তর বয়ে যায় জলের মিছিল
সুইসাইড পয়েন্টের পাশে বাহু ছুঁয়ে বসে আছে
ঘর না-পাওয়া আমার গতজন্মের প্রেমিকা
দূরের পাহাড়ে ভাসছে তার বিছিয়ে থাকা ওড়না
গায়ে ঝিকিয়ে রয়েছে অনুপনীত আলোর চুমকি…
ওড়না
এক ঢাল চুলের মতন মনখারাপের গোছ
ফণা উচিয়ে নেমে এসেছে, হিস হিস শোনা যায়…
রাতের কৃষ্ণ গামলায় অলীক নিক্বণ ঢেলে দেয়
অপমৃত যুবতী বৃষ্টির সারারাত-হাঁটা প্রেত
নল বাহিত অদৃশ্য জলের মতন বয়ে যাওয়া
রাত্রির ঝোরাটির শরীরে বৃষ্টিপ্রেতের নূপুর
শব্দ ভাসিয়ে দেয় সুদূরে কোনও ঠিকানা না লিখে–
নিরন্তর বয়ে যায় জলের মিছিল
সুইসাইড পয়েন্টের পাশে বাহু ছুঁয়ে বসে আছে
ঘর না-পাওয়া আমার গতজন্মের প্রেমিকা
দূরের পাহাড়ে ভাসছে তার বিছিয়ে থাকা ওড়না
গায়ে ঝিকিয়ে রয়েছে অনুপনীত আলোর চুমকি…
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন