সুশান্ত কুমার রায়

সুশান্ত কুমার রায়
নগ্নতায় মগ্ন

উলঙ্গ ও নশ্বর এই পৃথিবীতে
বৃত্তীয় সীমানার মধ্যে আজ আর কেউ নেই,
ভূষণ ও আচ্ছাদনে বিশ্বাসী নই
শরীরী কিংবা অশরীরী নগ্নতায় মগ্ন ও মত্ত আজ।

সৌন্দর্য ও নন্দনতত্ত্বের উপমা অলঙ্করণ-
কতখানি চিন্তার ভূগোলে আবদ্ধ, তা আজ প্রশ্নবিদ্ধ ?
লাগামহীন ক্ষমতার দাপট আর লোভ-লালসার মোহে
আমরা আজ আচ্ছন্ন ও অন্ধ হয়ে আছি।

সুশান্ত কুমার রায় সুশান্ত কুমার রায় Reviewed by Pd on নভেম্বর ৩০, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.