স্বর্ণালী ঘোষ

স্বর্ণালী ঘোষ
!শংকা!

ডংকা শুনে শংকা জাগে আতংকিত মনে
মূলোচ্ছেদ হলো বুঝি প্রতি জনে জনে।

পুষ্পধনু হাতে নিয়ে ছুঁড়লো বিষতীর
যন্ত্রনায় কাতর হল আমজনতার ভীড়।

শান্তি নয় যুদ্ধ চাই, যতই থাকুক মিল..
সাম্প্রদায়িক দাঙ্গাবাজের হিংসার মিছিল।

মুখ তুলেছো,ভুল ধরেছো
তুমিই দেশদ্রোহী।
অকাল মরণ হবে জেন,
হলে বিদ্রোহী।

আসল কথা বুঝে নিও,
তুমি বলির পাঁঠা
প্রতিবাদী জিহবা হলে,
আগেই যাবে কাটা।


স্বর্ণালী ঘোষ স্বর্ণালী ঘোষ Reviewed by Pd on নভেম্বর ১৪, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.