।। চরৈবেতি ।।
চোখের কোণে স্বপ্নদ্যুতি, স্বপ্ন ছিল মনের মণিকোঠায়
ধরব বলেই ছুটে ছিলাম, সময় - সে কী কর'ল দলছুট!
দু'হাতে পাঁক সরালে আবার স্বপ্ন-মিনার
উঠবে জেগে, ঝড়ের ধূলো কাঁটার আঘাত
উপড়ে ফেলে সামনে ধাওয়া
সঙ্গী যারা হবে না অচ্ছুৎ।
দু'হাতে পাঁক সরাতে চাই,
স্থির-লক্ষ্য অদূরে ওই স্বপ্ন-মিনার!
বুকের আগুন জ্বালিয়ে দেব তার চূড়াতে।
পথের বাঁকে অন্ধগলির হাতছানি সব যতই থাকুক
দৃপ্ত বোধে অবহেলায় ধ্বস্ত সে ডাক,
সামনে চলার লক্ষ্য যদি অজেয় অটল
জাগবে মানুষ অসভ্যতার তমসা ফুঁড়ে।
চরৈবেতি! আলোর ঝলক সামনে সুদিন
কুনাট্য ধায় ইতিহাসের আস্তাকুঁড়ে।
চোখের কোণে স্বপ্নদ্যুতি, স্বপ্ন ছিল মনের মণিকোঠায়
ধরব বলেই ছুটে ছিলাম, সময় - সে কী কর'ল দলছুট!
দু'হাতে পাঁক সরালে আবার স্বপ্ন-মিনার
উঠবে জেগে, ঝড়ের ধূলো কাঁটার আঘাত
উপড়ে ফেলে সামনে ধাওয়া
সঙ্গী যারা হবে না অচ্ছুৎ।
দু'হাতে পাঁক সরাতে চাই,
স্থির-লক্ষ্য অদূরে ওই স্বপ্ন-মিনার!
বুকের আগুন জ্বালিয়ে দেব তার চূড়াতে।
পথের বাঁকে অন্ধগলির হাতছানি সব যতই থাকুক
দৃপ্ত বোধে অবহেলায় ধ্বস্ত সে ডাক,
সামনে চলার লক্ষ্য যদি অজেয় অটল
জাগবে মানুষ অসভ্যতার তমসা ফুঁড়ে।
চরৈবেতি! আলোর ঝলক সামনে সুদিন
কুনাট্য ধায় ইতিহাসের আস্তাকুঁড়ে।
চিন্ময় ঘোষ
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৯
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৯
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন