শর্মিষ্ঠা ঘোষ

শর্মিষ্ঠা ঘোষ
! চাপ !

চাপ তো বাড়ছেই যেভাবেই হোক না
সবটা গিমিক বুঝি ? সব্বাই ভাবছে ?
একা একা বোকাসোকা আলবাত হাঁটা যায়
একসাথে সমমনে ব্যাপক মিছিলও
চাপ তো চড়ছেই মিডিয়া মিটারেও
এসব পুঁছি না হে বলাটাও সোজা নয়
খাই পরি যাই করি নিজপথে নিজমনে
তুমি কোন গুরুদেব হিসেব চাইবার ?
আমি কি মই দিই কারুর পাকাধানে ?
কানামাছি আমি ছুঁড়ি সন্ত্রাস বিদ্বেষ ?
আমি কি তোমাদের কেড়েছি মাখা গ্রাস ?
আমি কি সাধুবেশে দেশ কে ঠকালাম ?
পাশে কে উন্মাদ ? সাথে কোন বেহিসেবি ?
ভয় ভেঙে এখনও খোলাখুলি বলা যায়
চাপ তো বাড়ছেই লঘু গুরু যাই ভাব
সংখ্যা আসলেই শেষ স্টেজে কথা কয়


শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on এপ্রিল ১৫, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.